উচ্চ রক্তচাপ রোগীর জটিলতা (Hypertension patient problems)

 ১. শ্বাসকষ্ট: প্রথম থেকে হাঁটা চলা করার ফলে শ্বাসকষ্ট হয় ।পরে ঘরে বসে থাকা অবস্থায় শ্বাসকষ্ট হতে পারে। মাঝরাতে শ্বাসকষ্টের দরুণ রোগীর ঘুম ভেঙ্গে যায় এবং রোগী উঠে বসলে এর কিছুটা উপশন হয়। হৃদপিন্ডের কার্যহীনতা হয়।


২. বুকে ব্যথা: হৃদপিন্ডের করোনারী দমনণীতে রক্ত চলাচল ব্যাহত হলে বুকে ব্যথা হয়। 


৩. স্টোক: মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন হলে বা রক্তনালী ছিড়ে গেলে পক্ষাযঘাত বা স্টোক হয়।


৪. কিডনি রোগ বা বিকলতা: প্রসাব বন্ধ হয়ে যাওয়া শরীরে পানি আসা, অস্বাভাবিক দুর্বলতা বোধ করা, রক্তস্বল্পতা বা শরীর ফাকাশে হয়ে যাওয়া ,বমি বমি ভাব হয়।


৫. দৃষ্টিশক্তির অস্পষ্টতা: চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হলে চোখে দেখতে অসুবিধা হয়। 


৬.খিচুনি: মারাত্মক উচ্চ রক্তচাপের ২২০ থেকে ১৩০ মিলিমিটার মার্কারি হলে রোগীর হঠাৎ করে খিচুনি শুরু হতে পারে দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং সর্বোপরি অজ্ঞান হয়ে যেতে পারে।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url